ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাভি ২৪ ডিসেম্বর এক টি ভি ভাষণে বলেছেন , ইথিওপিয়ার বাহিনী বাধ্য হয়ে সোমালীর ধর্মীয় সশস্ত্র সংস্থা-- ইসলামিক আদালতের সঙ্গে যুদ্ধ করছে ।
মেলেস বলেছেন , দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামিক আদালতের আক্রমণ প্রতিরোধের জন্য ইথিওপিয়া বাহিনী বাধ্য হয়েই সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সোমালীয়ার অন্তবর্তিকালীন সরকারকে সাহায্য করছে । মেলেস জোর দিয়ে বলেছেন , ইথিওপিয়া সোমালীয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না । নিজের দায়িত্ব সম্পন্ন করার পর ইথিওপিয়া বাহিনী তাড়াতাড়ি সোমালীয়া ত্যাগ করবে ।
ইইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ ফিনল্যান্ড এদিন এক বিবৃতিতে ইথিওপিয়া বাহিনী ও সোমালীয়ার সশস্ত্র সংস্থার সংঘর্ষের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে । বিবৃতিতে ফিনল্যান্ড দু'পক্ষকে সংযম বজায় রেখে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছে । ইইউ বিশ্বের বিভিন্ন দেশকে সোমালীয়ার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ।
একইদিন , লিবিয়ার রাজধানী ট্রিপোলীতে সাহেল-সাহারান দেশসমূহের কমিউনিটির সচিবালয় এক বিবৃতিতে সোমালীয়ার বিভিন্ন দলকে সংঘর্ষ বন্ধ করা এবং সংলাপ করার আহ্বান জানিয়েছেন ।
|