২৪ ডিসেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে প্রকৃত অধিকার আইনের খসড়া প্রস্তাব নিয়ে সপ্তম যাচাই শুরু হয়েছে । জানা গেছে , যাচাই ও অনুমোদনের জন্য এই খসড়া প্রস্তাব আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিতব্য চীনের জাতীয় গণ কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপন করা হবে ।
প্রকৃত অধিকার আইন এমন একটি মৌলিক আইন , যা চীনের আইন ব্যবস্থার মধ্যে প্রধান ভূমিকা পালন করা হবে । এই খসড়া প্রস্তাবে চীনের মৌলিক আর্থ ব্যবস্থা প্রকাশ পাওয়ার পাশাপাশি সমানভাবে সরকারী ও বেসরকারী প্রকৃত অধিকার সুরক্ষা করার নীতি মেনে নেয়া হয়েছে । তা ছাড়া এই খসড়া প্রস্তাব গ্রামাঞ্চলে বুনিয়াদি ব্যবস্থা গড়ে তোলার জন্য কৃষকদের ভূমি সরকারীভাবে ব্যবহারসহ নানা রকম সমস্যার সঙ্গে জড়িত । খসড়া প্রস্তাবে রাষ্ট্রীয় পুঁজি ও সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কৃষকদের মৌলিক স্বার্থ সংরক্ষণ করার কথাও পুরোপুরি বিবেচনা করা হয়েছে ।
|