জাপানের প্রধানমন্ত্রী আনবে শিনজো ২৩ ডিসেম্বর চীন-জাপান মৈত্রী সমিতির সরকারী পত্রিকা " চীন ও জাপান" নামক নববর্ষ ভাষণে বলেছেন যে, ২০০৭ সাল হচ্ছে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫তম বার্ষিকী । এদের দু'দেশের " সংস্কৃতি এবং ক্রীড়া আদানপ্রদান বর্ষ" হিসেবে দু'দেশের জনগণের মধ্যে আদানপ্রদান আরো সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাতে হবে।
তিনি আরো বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার প্রথম সফর করা দেশ হচ্ছে চীন। চীন ও জাপান দু'দেশের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয় এবং দু'পক্ষের আলোচনা বিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ বলে উপল্বদ্ধি করেছে। এর পর হু চিন থাও-এর সঙ্গে তাঁর আবার সাক্ষাত্ হয়েছে এবং দু'দেশের আদানপ্রদান ত্বরান্বিত করার বিষয়ে মতৈক্য হয়েছে।
|