চীনের জাতীয় বিদ্যুত্ তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান চাই সোং য়ুএ সম্প্রতি বলেছেন, ২০০২ সালের জুন মাসের পর থেকে চীনে উত্পাদিত বিদ্যুত্ ঘাটতি পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। চীনের বিদ্যুত্ সরবরাহ ঘাটতি থেকে ভারসাম্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত্ উত্পাদন ও চাহিদার অসংগতি প্রশমনের জন্য চীন বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ কাজ দ্রুততর করেছে। গত চার বছরে চীনের বিদ্যুত্ উত্পাদনের বৃদ্ধির গতি জি ডি পির বৃদ্ধির গতির চেয়ে উচু। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত চীনের বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৫৮ কোটি কিলোওয়াট ছাড়িয়েছে।
২০০৫ সালের প্রথম দিকে, চীনের ২৫টি প্রদেশে বিদ্যুত্ ঘাটতি ছিল। এ বছরের মার্চ মাসে এই সংখ্যাটি নেমে মাত্র ২টি হয়েছে। জুন মাসের শেষ দিকে বিদ্যুত্ ব্যবহারের সর্বোচ্চ সময় কেবল চীনের চেচিয়াং, কুয়াংতুং, ইউনান এই তিনটি প্রদেশ ব্যস্ততম সময়ে বিদ্যুত্ ব্যবহার সীমাবদ্ধ করেছে।
|