মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা এবং ইন্টারনেট ক্ষেত্রের মেধাস্বত্ব সংরক্ষণ জোরদার করার জন্য চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব মেধাস্বত্ব সংস্থার কপিরাইট চুক্তি, অভিনয় ও রেকর্ডিংজাত পণ্য সংক্রান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত হবে। চীন সরকার ২৪ ডিসেম্বর সংশ্লিষ্ট প্রস্তাব জাতীয় ক্ষমতা সংস্থা--- জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কাছে দাখিল করেছে।
উপরোক্ত দুটি চুক্তি সবই ১৯৯৬ সালে গৃহীত হয়। এই দুটি চুক্তিতে ঐতিহ্যিক মেধাস্বত্ব সংরক্ষণকে ডিজিট্যাল ক্ষেত্রে সম্প্রসারণ করেছে। বিশেষ করে ইন্টারনেট ক্ষেত্রে লেখক, অভিনেতা-অভিনেত্রী, রেকর্ডিংজাত পণ্যের উত্পাদনকারীদের অধিকার রক্ষার ওপর নজর দেয়া হয়েছে। এ দুটি চুক্তি আপাতত চীনের হংকং, ম্যাকাও এই দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলে কার্যকর হবে না।
চীন সরকার মেধাস্বত্ব সংরক্ষণের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়, অনেক আগে থেকে সাহিত্য ও শিল্পকলা সুরক্ষা সংক্রান্ত বোর্নে চুক্তি ও বিশ্ব কপিরাইট কনভেশনে স্বাক্ষর করেছে এবং সার্বিকভাবে "কপিরাইট আইন" সংশোধন করেছে।
|