২৩ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক প্রস্তাব গ্রহণ করেছে । কিছু দেশ ও সংস্থার কর্মকর্তারা পৃথক পৃথকভাবে প্রস্তাবসমর্থন করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে , আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করা উচিত।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মহামেদ এল বারাদেই বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সংশ্লিষ্ট অংশ চালু করবে । তিনি বলেছেন, মূল থেকে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করতে আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চালানো হবে ।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ডৌস্টে ব্লাজি বলেছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হবে ইরানকে আন্তর্জাতিক দায়িত্ব পালনে রাজি করানো । ফ্রান্স আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করার সমর্থন করে ।
জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক ওয়াল্টার স্টেইনমের বলেছেন, ইরানের উচিত প্রস্তাব মেনে চলা এবং আলোচনার পুনরায় শুরুর জন্য পরিস্থিতি সৃষ্টি করা ।
মার্কিন রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে এ প্রস্তাব রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশের ইরানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করতে পারবে । তিনি আরো বলেছেন, শুধু প্রস্তাব যথেষ্ট নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো বেশি তত্পরতা চালানো উচিত ।
|