২২ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্মেলনে চীন সরকার জোর দিয়ে বলেছে যে, নতুন গ্রামের নির্মাণকাজের প্রধান বিষয় আনুধিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে ।
সম্মেলনের খবরে জানা গেছে, বর্তমান এবং ভবিষ্যতে চীন সরকার আধুনিক কৃষির ব্যবস্থা গড়ে তোলা ও খাদ্যশস্যের উত্পাদনের ওপর গুরুত্ব দেবে , আধুনিক কৃষি শিল্প ব্যবস্থার গঠন দ্রুত করবে, আধুনিক কৃষির ব্যবস্থাপনা ও যন্ত্রপাতির মান উন্নত করবে, আধুনিক কৃষির বিজ্ঞান ও প্রযুক্তি আর কর্মীদের প্রশিক্ষণ ত্বরান্বিত করবে এবং আধুনিক কৃষির বাজারের ব্যবস্থার নির্মাণ জোরদার করবে ।
চীন সরকার আরো বলেছে, আগামী বছর বিভিন্ন প্রাদেশিক সরকার সক্রিয়ভাবে আধুনিক কৃষি উন্নত করার পাশাপাশি কৃষি ও গ্রামের ওপর পুঁজি বিনিয়োগ বাড়াবে এবং গ্রামের সামাজিক কর্তব্যের উন্নয়ন দ্রুত করবে ।
|