আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী ২৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছে, ১৯ ডিসেম্বর আফগানিস্তান ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত এলাকায় মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে তালিবানের উচ্চপদস্থ কমান্ডার মোল্লাহ আক্তার মোহাম্মদ ওসমানি নিহত হন। তাঁর ও আল-কায়েদা সংস্থার নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর মার্কিন বাহিনী আফগানিস্তানের দক্ষিণাংশের হেলমান্ড প্রদেশের নির্জন স্থানে চালানো একটি সন্দেহজনক গাড়ির ওপর বিমান হামলা চালায়। ওসমানি ও তাঁর দু'জন সহকারী এতে মারা গেছে। ওসমানি ছিলেন আল-কায়েদা সংস্থার নেতা বিন লাদেনের উচ্চপদস্থ সহকারীর অন্যতম এবং তালিবানের উচ্চপদস্থ নেতৃবৃন্দের অন্যতম।
|