চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চৌ ইউন খাং ২৩ ডিসেম্বর পেইচিংয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস দমন কেন্দ্রে বিভিন্ন অঞ্চল ও বিভাগের ওপর সন্ত্রাস দমনের ব্যবস্থা নিরন্তর জোরদার করা এবং স্থিতিশীল ও সুষম সামাজিক পরিবেশ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন ।
একই দিন সকালে মহাপ্রাচীর তিন নামক সন্ত্রাস দমন মহড়া পূর্ব চীনের শাংতুং প্রদেশের ছিংতাও শহরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে । এটা ছিল চীনের তৃতীয়বার রাষ্ট্রীয় সন্ত্রাস দমনের মহড়া । চীনে সম্ভাব্য সন্ত্রাসী হামলাকে পটভূমি এবং জীবাণুবাহী ও রাসায়নিক অস্ত্রের হামলাকে কেন্দ্র করে এই মহড়া চালানো হয়েছে । এতে শহরে সন্ত্রাস দমনের দিক থেকে জরুরী পরিচালনার সামর্থ্য দেখানো হয়েছে ।
চৌ ইউন খাং জোর দিয়ে বলেছেন , সন্ত্রাস দমনের বিষয়ক তথ্য সংগ্রহ ও পূর্বসতর্কতাজ্ঞাপনকাজ নিরন্তর উন্নত করতে হবে এবং সন্ত্রাস দমনের পরিচালনা ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলতে হবে ।
|