চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত চীনের শহরাঞ্চলে ১ কোটি ৮ লাখ কর্মসংস্থান বেড়েছে।
সম্প্রতি চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তাবিধান মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিভাগের উপ-পরিচালক ওয়াং ইয়া তুং বলেছেন, এ বছর চীনের জাতীয় অর্থনীতির অব্যাহতভাবে দ্রুত ও স্থিতিশীল গতিতে প্রবৃদ্ধি বজায় থাকা, ফলপ্রসূভাবে কর্মসংস্থানের সংখ্যা বাড়ানো ত্বরান্বিত করেছে। চীনের ব্যক্তিগত বেসরকারী অর্থনীতির উন্নয়ন সমাজের জন্য ৮০ শতাংশ নতুন কর্মসংস্থান সরবরাহ করেছে। চীনের নতুন সৃষ্ট ১ কোটি কর্মসংস্থান আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ইতিবাচক তাত্পর্য আছে এবং ভালোভাবে কর্মসংস্থান ও পুনর্কর্মসংস্থানের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করেছে।
জানা গেছে, ২০০৭ সালে চীনের শহরাঞ্চলের তালিকাভূক্ত বেকারত্ব হার ৪.৬ শতাংশের নিচে নিয়ন্ত্রিত হবে।
|