সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুরোর পরিচালক হেনরি ওবারিং চেক প্রজাতন্ত্রের একটি সংবাদ মাধ্যম দেয়া সাক্ষাত্কারে বলেছেন, ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিলে তা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে তাই নয়, বরং ইউরোপীয় মিত্র দেশগুলোর নিরাপত্তাও সুরক্ষা করবে।
চেক সংবাদ মাধ্যম ২২ ডিসেম্বর ওবারিং-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,মার্কিন যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়া ও আলাস্কার সামরিক ঘাঁটির মার্কিন ভূভাগের নিরাপত্তা সুরক্ষা করার শক্তি যথেষ্ট। তবে ইউরোপে একই সামরিক ঘাঁটি না গড়ে তুললে ইউরোপীয় মিত্র , ইউরোপে মার্কিন জনগণ এবং ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া যাবে না।
জানা গেছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র নেটোর সদস্য দেশ চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের সঙ্গে পরামর্শ করছে। যাতে দেশ দুটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই ব্যবস্থা ইরানসহ বিভিন্ন দেশের ইউরোপীয় দেশগুলোকে ক্ষেপণাস্ত্র হামলার হাত থেকে রক্ষা করতে পারবে।
|