২৩ ডিসেম্বর পিপলস ডেইলির বৈদেশিক সংস্করণের এক খবরে বলা হয়েছে, চলতি বছর চীনের বৈদেশিক বাণিজ্য মূল্য ১.৭৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে । যা গত বছরের পরিমাণের চেয়ে ২৪ শতাংশ বেশি, বৃদ্ধির পরিমাণ ৩৩০ বিলিয়নেরও বেশি ।
চীনের শুল্ক ব্যুরো অনুমান করছে যে, এ বছর আন্তর্জাতিক অর্থনীতির অব্যাহত বৃদ্ধির পাশাপাশি চীনের বৈদেশিক বাণিজ্য মূল্যও অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । আমদানী ও রপ্তানীর পরিমাণ উভয়েই গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি ।
বিশ্ব বাণিজ্য সংস্থার অনুমান অনুযায়ী ২০০৭ সালের শেষ নাগাদ চীনের বৈদেশিক বাণিজ্য মূল্য খুব সম্ভবত জার্মানীকে ছাড়িয়ে যাবে । যুক্তরাষ্ট্র ছাড়া চীন খুব সম্ভবত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক দেশে পরিণত হবে ।
|