ডিসেম্বর মাসের শুরু তে অন্য দেশগুলোর কাছে চীনের আর্থিক বাজার উন্মুক্ত হওয়ার পর অধিক থেকে অধিকতর বিদেশী পুঁজির ব্যাংক চীনে তাদের শাখা প্রতিষ্ঠা করেছে । এখন শুধু পেইচিং ও শাংহাইয়ের মত বড় বড় শহরে নয় , এসব শাখা ব্যাংক মধ্য ও পশ্চিম চীনের কোনো কোনো শহরেও প্রতিষ্ঠিত হচ্ছে ।
২২ ডিসেম্বর হুই ফোং ব্যাংকের শাখা ব্যাংক পশ্চিম চীনের শেন সি প্রদেশের রাজধানী সি আনে চালু হয় । এটি হচ্ছে সি আনে প্রতিষ্ঠিত বিদেশী পুঁজি বিনিয়োজিত ব্যাংকের দ্বিতীয় শাখা ব্যাংক ।
হংকংয়ের শাংহাই হুই ফোং ব্যাংকের গভর্নর চেং হাই ছুয়ান বলেছেন , সি আনের পুঁজি বিনিয়োগের উন্নত পরিবেশ ও ক্রমবর্দ্ধমান আর্থিক চাহিদা দেখে তিনি এখানে শাখা ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছেন ।
উল্লেখ্য যে, ১৮৬৫ সালে হংকংয়ের শাংহাই হুই ফোং কোম্পানি হংকং ও শাংহাইতে প্রতিষ্ঠিত হয় । বিদেশী পুঁজি বিনিয়োজিত ব্যাংকগুলোর মধ্যে হুই ফোং ব্যাংক চীনের মূল ভূভাগে সবচেয়ে বেশি শাখা ব্যাংক খুলেছে ।
|