চীনের জাতীয় লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান চাং ওয়েইছিং ২২ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন , চীনের লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনার প্রধান কাজকে লোকসংখ্যার পরিমাণ নিয়ন্ত্রণ থেকে লোকসংখ্যাসমস্যার সমাধানে পরিবর্তন করতে হবে ।
তিনি বলেছেন , গত ৩০ বছরে পরিবার পরিকল্পনা নীতি বাস্তবায়নের কল্যাণে চীনে মোট ৪০ কোটি মানুষের জন্ম কম হওয়ায় সম্পদ ও পরিবেশ সহ নানা ক্ষেত্রের চাপ কমেছে । এটা আর্থ-সামাজিক ক্ষেত্রেরটেকসই ও দ্রুত উন্নয়নের জন্যে সুপরিবেশ সৃষ্টি করেছে ।
তিনি বলেছেন, বর্তমানে চীনের লোকসংখ্যা ক্ষেত্রে অনেক নতুন সমস্যা রয়েছে । প্রজননেরনিম্ন মান স্থিতিশীল করা , লোকসংখ্যার গুণগতমান উন্নত করা ,লিঙ্গের উচ্চঅনুপাত নিয়ন্ত্রণ করা , চলমান লোকসংখ্যা পরিচালনা করা এবং লোকসংখ্যার বার্ধক্য জনিত সমস্যার মোকাবেলা করা সহ পাঁচটি ক্ষেত্রলোকসংখ্যার পরবর্তীকালের প্রধান কাজ হবে ।
|