v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-22 18:35:32    
চীন সরকার পরিসেবামূলক কাজে বেশি অর্থবরাদ্দ করবে

cri
    কিছু দিন আগে চীনের অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , ব্যাপক জনসাধারণ যাতে আরো বেশী গণ কল্যাণগত সুবিধা পায় , সেজন্য সরকার গণ পরিসেবার কাজে আরো বেশি অর্থ বরাদ্দ করবে । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ ইউয়েন কান মিং সাংবাদিকদেরকে বলেছেন , চীন সরকারের গণ কল্যাণ কাজে আরো বেশি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত ব্যাপক জনসাধারণের স্বার্থ নিশ্চিত করতে সাহায্য করবে ।

    কিছু দিন আগে চীনের অর্থ মন্ত্রী চিং রেন ছিং একটি জাতীয় অধিবেশনে বলেছেন , গত কয়েক বছরে চীন পরিসেবার কাজ প্রসারের চেষ্টা করেছে । পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার পল্লী অঞ্চলে আরো বেশী অর্থবরাদ্দ করবে এবং জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরো মনোযোগী করবে ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ ইউয়েন কান মিন সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে সাম্প্রতিক বছরগুলোতে কৃষি , শিক্ষা ও স্বাস্থ্যরক্ষা ক্ষেত্রে সরকারের অতিরিক্ত অর্থবরাদ্দের প্রশংসা করেছেন । তিনি বলেছেন , গত কয়েক বছরে জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারী বরাদ্দ অনেক বেড়েছে । বিশেষ করে শিক্ষা , চিকিত্সা , কৃষি ও গ্রামাঞ্চলেরবাধ্যতামূলক শিক্ষার উপর সরকারী বরাদ্দ আগের চেয়ে অনেক বেশী ।

    জানা গেছে , ২০০৬ সালে চীন সরকার পশ্চিম অঞ্চলের পল্লী অঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার সংস্কার করেছে , এই সংস্কার অনুযায়ী পল্লী অঞ্চলের ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক শিক্ষাকালের সব ফি সরকার বহন করবে । এখন পর্যন্ত পল্লী অঞ্চলের ৪.৯ কোটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা এই সুযোগ সুবিধা পেয়েছে । এ ছাড়া সরকার আরো বেশী পল্লী অঞ্চলে নতুন ধরনের সমবায় চিকিত্সা ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে । বর্তমানে দেশের প্রায় অর্ধেক জেলার ৪০ কোটি কৃষক এই নতুন ধরনের চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছে। নাগরিকদের বাসস্থানের সমস্যা সমাধানের জন্য চীন সরকার বিপুল পরিমান অর্থবরাদ্দ করেছে । যাতে নিম্ন আয়ের নাগরিকরা কম ভাড়ার বাড়ীতে থাকতে পারে অথবা সস্তায় বাড়ী কিনতে পারেন ।

    কিন্তু ইউয়েন কান মিং মনে করেন , পল্লী অঞ্চলে ও জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারী বরাদ্দ আরো বাড়াতে হবে । তিনি বলেছেন , শিক্ষা ক্ষেত্রে সরকারী বরাদ্দ এখনও যথেষ্ট নয় , চিকিত্সা ক্ষেত্রে রোগীর বোঝা এখনও ভারী । যে সব শিল্পসংস্থা ও বিভাগে আয় বেশি , সেই সব বিভাগের জমা দেয়া কর দুর্বল বিভাগকে দেয়া উচিত । তিনি আরো বলেছেন , যে সব শিল্পবিভাগের বিনিয়োগ বেশি , সেই সব শিল্পবিভাগের দ্রুত প্রসার হয়েছে । এই সব বিভাগ আরো বেশি বিনিয়োগ করতে চায় । গণ কল্যাণ বিভাগের বরাদ্দ কম । ভারসাম্য বজায় রাখার জন্য গণ অর্থ ব্যবস্থার সংস্কার করা উচিত এবং সরকারী অর্থবরাদ্দ দুর্বল শিল্পবিভাগ ও গণ কল্যাণ কাজে স্থানান্তরিত করা উচিত । তিনি বলেছেন , আমি মনে করি গণ কল্যান ও পরিসেবামূলক কাজে সরকারী অর্থবরাদ্দ আরো বাড়াতে হবে । বিশেষ করে কৃষির উপর সরকারী বরাদ্দ বাড়াতে হবে । চীনে কৃষকের সংখ্যা দেশের মোট লোকসংখ্যার ৬০ শতাংশ , কিন্তু কৃষকদের আয় শহরের নাগরিকদের আয়ের তিন ভাগের এক ভাগ মাত্র । কৃষির ওপর সরকারী বরাদ্দ সরকারী বরাদ্দের মোট পরিমানের দশ ভাগের এক ভাগ মাত্র । কাজেই কৃষির উপর সরকারী বরাদ্দ আরো বাড়াতে হবে । এ ছাড়া শিক্ষা , চিকিত্সা ও সামাজিক নিশ্চয়তা বিধান ক্ষেত্রে সরকারী বরাদ্দও বাড়াতে হবে ।

    জানা গেছে , পরবর্তী পাঁচ বছরে , পল্লী অঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ক্ষেত্রে আরো ২১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে , সমগ্র দেশের আশি শতাংশ গ্রামে নতুন ধরনের সমবায় চিকিত্সা ব্যবস্থা চালু হবে । ২০১০ সালে চীনের শহর ও গ্রামাঞ্চলে নতুন চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে । কর্মসংস্থান ও সামাজিক নিশ্চয়তা ব্যবস্থার প্রতিও সরকারী বরাদ্দ বাড়াবে । এ সব ব্যবস্থা চীনের গণ পরিসেবা কাজের প্রসারে সাহায্য করবে ।