চীন প্রায় ৪০ কোটি ইউয়ান রেনমিনবি উত্তর পেইচিং থেকে ৬শ'রও বেশী কিলোমিটার দূরের হুনশানদাখে পলিমাটি প্রকল্পে ব্যবহার করবে। এর লক্ষ্য হচ্ছে পেইচিংয়ের চারদিকের পলিমাটি নিয়ন্ত্রণ করাসহ পেইচিং ২০০৮ সবুজ ওলিম্পিক গেমসকে সকল করে তোলা।
হুনশানদাখের পলিমাটি অন্তর্মঙ্গোলিয়া স্বয়ত্তশাসিত অঞ্চলের কেসিকেথেংছিতে অবস্থিত। জানা গেছে, সম্প্রতি ৩.৬ লাখ হেকটরের পলিমাটি নিয়ন্ত্রণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাঁচবছরব্যাপী প্রকল্পে কিছু ব্যবস্থা নিয়ে মরু অঞ্চলে তৃণভূমি ফিরিয়ে আনা, বৃক্ষবেষ্টনী প্রতিষ্ঠা এবং ৬ হাজারেরও বেশী কৃষক ও রাখালকে দারিদ্র্যমুক্ত করতে সাহায্য করবে।
|