এ বছরের জানুয়ারী থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে চীনের ইউয়ুনান প্রদেশ ও সার্কের মধ্যে আমদানি রপ্তানি মূল্য ১৪ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
ইউয়ুনান প্রদেশের বাণিজ্য বিভাগের ২১ ডিসেম্বরের একটি সূত্রের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে । পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ভারত ও বাংলা দেশ এখনো ইউয়ুনান প্রদেশের প্রধান বাণিজ্যিকঅংশীদার । এদের মধ্যেকার বাণিজ্যিকমূল্য ইউয়ুনান ও সার্কের মোট বাণিজ্যিক মূল্যের ৯৩ শতাংশ । ইউয়ুনান পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের মধ্যেকার বাণিজ্যিকমূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় কিছুটা বেড়েছে । আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক মূল্য শূন্য পরিমানকে ছাড়িয়েছে । কিন্তু ভূটান ও মালদ্বীপের সঙ্গে ইউয়ুনান প্রদেশের এখনো বাণিজ্যিকআদানপ্রদান নেই ।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করে অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে ইউয়ুনান প্রদেশকেদক্ষিণ এশিয়ার সঙ্গে সংযুক্ত করার জন্যে আন্তর্জাতিক পথ নির্মান করার চেষ্টা করছে ।
|