ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ২১ ডিসেম্বর বলেছেন , রাজধানী বাগদাদের পূর্ব অঞ্চলের এক পুলিশ ইনস্টিটিউটে আত্মঘাতী বোমার বিস্ফোরণের ফলে ১০জন নিহত ও ১৫জন আহত হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাটি বলেছেন , বিস্ফোরণেরসময় পুলিশ ইনস্টিটিউটের গেটে অনেক লোক পুলিশবাহিনীতে যোগ দেয়ার জন্যে নাম লিখচ্ছিলেন। হামলাকারী উপস্থিতিলোকদের ভেতর বিস্ফোরণ ঘটায় । ফলে অনেক লোক হতাহত হয়েছে । এর মধ্যে ২জন পুলিশ নিহত আর দুজন পুলিশ আহত হয়েছে ।
বর্তমানে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সহিংস ঘটনা একের পর এক ঘটছে। ইরাকের পুলিশ ও সৈন্যরা যুক্তরাষ্ট্রবাহিনীকে সহযোগিতা করছে বলে অভিযুক্ত হওয়ায় তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ।
|