v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-21 18:37:26    
কোরিয় উপদ্বীপের পরমানু সমস্যা সম্পর্কিতছ'পক্ষীয় বৈঠকে  কিছু অগ্রগতি হয়েছে

cri
    ২০ ডিসেম্বর ছিল কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ' পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের তৃতীয় দিন । চীনের প্রতিনিধি দলের মুখপাত্র চিয়ান ইয়ু মনে করেন , আলোচনা বৈঠকে ইতোমধ্যে কিছু সুফল অর্জিত হয়েছে ।

    ২০ ডিসেম্বর বিকেলে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি দলের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেছেন । সাক্ষাত্কারে তিনি বলেছেন , তিনি বিশ্বাস করেন , বর্তমান বৈঠকে বাস্তব অগ্রগতি অর্জিত হবে । একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে চীনের প্রতিনিধি দলের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং বলেছেন , ছয়টি দেশের প্রতিনিধি দলের মিলিত প্রচেষ্টায় বৈঠকে বিভিন্ন পক্ষ একমত হয়েছে যে , ছয় পক্ষই ১৯ সেপ্টেম্বরের যৌথ বিবৃতির কার্যকরীকরণকে সমর্থন করে , সংলাপের মাধ্যমে উপদ্বীপের পরমানু সমস্যার শান্তিপূর্ণ নিষ্পত্তি করতে চায় এবং কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের অভিন্ন লক্ষ্যে অটল থাকবে । তিনি আশা করেন , বিভিন্ন পক্ষ বৈঠকে রাজনৈতিক বিজ্ঞতা ও সৃজনশীলতা দেখিয়ে পারস্পরিক আস্থা বাড়ানোর চেষ্টা করবে এবং ঐক্যমত প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে । চীন আগের মতো পরবর্তীকালেও বৈঠকে গঠনমূলক ভূমিকা পালন করবে , বিভিন্ন পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে এবং বৈঠকের অগ্রগতি তরান্বিত করার চেষ্টা করবে ।

      সাক্ষাত্কারে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের নেতারা বলেছেন , ছ'পক্ষীয় বৈঠক পুনঃআয়োজনের গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে । ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান দেশ হিসেবে চীন ছ'পক্ষীয় বৈঠক পুনরায় আয়োজনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে , সাক্ষাত্কারে বিভিন্ন পক্ষ তার গভীর মূল্যায়ন করেছে ।

    দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইয়ুন উও বলেছেন , গত কয়েক দিনের পূর্ণাঙ্গ অধিবেশন ও দ্বিপক্ষীয় বৈঠকের পর আমরা মতবিরোধের মূল বিষয় খুঁজে বের করেছি । জাপানের প্রতিনিধি দলের নেতা কেনিছিরো সাসাই বলেছেন , বর্তমান বৈঠকে অগ্রগতি অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ । জাপান পক্ষ মনে করে যৌথ বিবৃতির কার্যকরীকরণ নিয়ে আলোচনা করা উচিত । তিনি আরো বলেছেন , বৈঠকে মতভেদও ছিল । এই সব মতভেদ দূর করার জন্য চেয়ারম্যান দেশ হিসেবে চীনের উচিত বিভিন্ন পক্ষের অবস্থানের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করা ।

    যদিও বৈঠকে বিভিন্ন পক্ষের অবস্থানের মধ্যে মতভেদ স্পষ্ট ও প্রকট , তবে চীনের প্রতিনিধি দলের মুখপাত্র চিয়ান ইয়ু মনে করেন বৈঠকে কিছু সুফল অর্জিত হয়েছে । তিনি বলেছেন , প্রথমতঃ আমরা ছ'পক্ষীয় বৈঠক পুনরায় আয়োজন করেছি । দ্বিতীয়তঃ বৈঠকে বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে ১৯ সেপ্টেম্বরের যৌথ বিবৃতি কার্যকর করা , সংলাপের মাধ্যমে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা এবং কোরিয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্তকরণের লক্ষ্যে অটল থাকার কথা ঘোষণা করেছে । তৃতীয়তঃ বিভিন্ন পক্ষ ছ'পক্ষীয় বৈঠক অব্যাহতভাবে অনুষ্ঠানের ইচ্ছাও প্রকাশ করেছে । তিনি আরো বলেছেন , গত তিন দিন ধরে বিভিন্ন পক্ষ নিজের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে এবং অন্যান্য পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে । বর্তমান কাজ হলো ছয় পক্ষের একটি অভিন্ন অবস্থান সৃষ্টি করা । আমাদের উচিত বিভিন্ন দেশের স্বার্থের কথা বিবেচনা করে ছ পক্ষের অভিন্ন স্বার্থ অন্বেষণ করা । আমাদের জরুরী কর্তব্য হলো যৌথ বিবৃতি বাস্তবায়নের একটি পরিকল্পনা তৈরী করা এবং যৌথ বিবৃতিতে নিজ নিজ পক্ষের প্রতিশ্রুতি পালন করা । চীন মনে করে পর্যায়ক্রমে যৌথ বিবৃতির নীতি কার্যকরীকরণ বাস্তবায়নের জন্য একীভুত পদক্ষেপ নেয়া উচিত ।