জর্ডানের প্রধানমন্ত্রী মারৌফ বখত ২০ ডিসেম্বর সফররত ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলুর সঙ্গে সাক্ষাত করেছেন। ইহসানোগলু সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাত্কালে ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন।
ইসলামি সম্মেলন সংস্থা ফিলিস্তিনের জরুরী পরিস্থিতি প্রশমিত করার জন্যে প্রয়াস চালাচ্ছে বলে বখত তার প্রশংসা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায্য উপায়ের মাধ্যমে ফিলিস্তিনের সমস্যার সমাধান সম্পর্কে আরো বেশি প্রচেষ্টা চালানো। তিনি বলেছেন, জর্ডান ফিলিস্তিনকে সমর্থন ও সাহায্য দেয়ার যথাসাধ্য চেষ্টা করবে। এর পাশা পাশি শিগ্গীরই জর্ডানের আমন্ত্রণে তিনি আব্বাস ও হানিয়ার সঙ্গে ফাতাহ ও হামাসের বল প্রয়োগমূলক সংঘর্ষ সমাধান সম্পর্কিত অভিন্ন আলোচনা করবেন।
ইহসানোগলু বলেছেন, ফাতাহ ও হামাসের মধ্যে বৈঠকে তাদের মধ্যে কার সংঘর্ষ প্রশমিত করা এবং ফিলিস্তিনীদের ঐক্য জোরদারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন ফিলিস্তিন দেশ হিসেবে যথাশীঘ্রই প্রতিষ্ঠা করা যায়।
|