জাপানের যুবকযুবতীদের বৈদেশিক সহযোগিতা দল ২০ ডিসেম্বর পেইচিংয়ে উদযাপনী অনুষ্ঠান শুরু করেছে। এর লক্ষ্য হচ্ছে জাপানের যুব স্বেচ্ছাসেবকদের চীনে পাঠানোর ২০তম বার্ষিকী উদযাপন করা ।
জাপানের যুবকযুবতীদের বৈদেশিক সহযোগিতা দল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। দলের সদস্যদের মধ্যে পেশাগত প্রযুক্তিবীদগণও রয়েছেন। তাঁদের বয়স বিশ থেকে ৩৯ পর্যন্ত। এসব স্বেচ্ছাসেবক গণ গত দু'বছরে স্থানীয় অধিবাসিদের সঙ্গে এ দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য বিনা পারিশ্রমিকে তাদের অবদান রেখেছে।
জাপানের যুব স্বেচ্ছাসেবকদের চীনে পাঠানোর বিষয়টি ১৯৮৬ সালে শুরু হয়েছে। গত বিশ বছরে ৬১০জন স্বেচ্ছাসেবক চীনে গিয়েছেন।
|