২০ ডিসেম্বর ইইউ প্রতিনিধিত্বকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ইরানকে শাস্তি দেয়া সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবের প্রয়োজনীয় সংশোধন করেছে এবং আশা করে নতুন খসড়া প্রস্তাব রাশিয়ার সমর্থন পাবে।
এ দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানী ও ব্রিটেন ছ'টি দেশ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইরানের পরমাণু সমস্যা নিয়ে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা করেছে। আলোচনার পর জাতিসংঘে জার্মানীর স্থায়ী প্রতিনিধি থমাস মাতুসেক তথ্য মাধ্যমকে জানিয়েছেন যে, রাশিয়ার উদ্বেগ অনুযায়ী, নতুন খসড়া প্রস্তাবে অনেক সংশোধন করা হয়েছে। ইরানের পারমাণবিক চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে ভ্রমণ বন্ধ সংক্রান্ত ক্ষেত্রে বাস্তবানুগ সংশোধন করা হয়েছে।
জানা গেছে, ইইউ'র তিনটি দেশ বিকালে ছ'টি দেশের রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে নতুন খসড়া প্রস্তাব বিতরণ করবে। তিনটি দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ২২ ডিসেম্বর খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে বলে আশা করা যাছে।
|