২০ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ দিন ১৭৩১ নম্বর প্রস্তাব গ্রহণ করে, লাইবেরিয়ার অস্ত্র বহন বন্ধ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধসহ বিভিন্ন ক্ষেত্রে আরোপিত আরো এক বছর বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে। এবং তার হীরক রপ্তানি নিষেধাজ্ঞা ৬ মাস বাড়াবে।
প্রস্তাবে মনে করা হচ্ছে যে, এখন লাইবেরিয়ার পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করছে। সংশ্লিষ্ট শাস্তির আরোপ সত্বেও এখনও সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয়নি। অধিকতরভাবে শান্তি প্রক্রিয়া সুসংহত করার জন্য নিরাপত্তা পরিষদ সংশ্লিষ্ট শাস্তি আরোপের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবকে একটি নতুন বিশেষজ্ঞ গ্রুপ নিযুক্ত করে, সংশ্লিষ্ট অবস্থা পর্যালোচনা করার দাবি জানানো হয়েছে। যাতে আরোপিত শাস্তি তুলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যায়।
|