v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-21 09:21:28    
থিয়েন চেং গোষ্ঠী

cri
    থিয়েন চেং গোষ্ঠী হচ্ছে চীনের বিদ্যুত্ যন্ত্রপাতি শিল্পের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম । এর সদরদপ্তর চীনের বিদ্যুত্ যন্ত্রপাতি শহর--চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরের লিউ জেলায় অবস্থিত । কোম্পানিটি পরপর চীনের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান, চীনের ইলেকট্রনিক যন্ত্রপাতির ১০০টি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পুরস্কার লাভ করেছে । ২০০৪ সালে কোম্পানিটি চীনের বেসরকারী ৫০০টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে রয়েছে । ২০০৫ সালের জুন মাসে কোম্পানির সকল উত্পাদনের জন্য চীনের বিখ্যাত ট্রেডমার্কের স্বীকৃতি দেয়া হয়েছে । থিয়েন চেং গোষ্ঠীর প্রধানত উত্পাদান হচ্ছে শিল্পগত ইলেকট্রনিক যন্ত্রপাতি উত্পাদন করে থাকে এর পাশাপাশি যন্ত্রপাতির নির্মাণ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, তথ্য ও পরিসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ৮০ ধরনের ১০ হাজারের বেশি ধারাবাহিক পণ্যদ্রব্য উত্পাদন করে । বর্তমানে এই কোম্পানির কর্মী সংখ্যা ৫১০০জন এবং মোট পুঁজি ১.৩৯ বিলিয়ন ইউয়ান । ২০০৪ সালে কোম্পানির মোট মূল্য ৫ বিলিয়ন ইউয়ান । চীনে কোম্পানির শাখা রয়েছে ২০০০টিরও বেশি, সহকারী কোম্পানি ৬০০টিরও বেশি , ৫০টিরও বেশি সদস্য কোম্পানি এবং ১০টি বৈদেশিক বাণিজ্যিক সংস্থা রয়েছে । কোম্পানি যুক্তরাষ্ট্রের সিলিকোন ভ্যালি, চীনের শাংহাই মহা নগর, চেচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে পৃথক পৃথকভাবে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা কেন্দ্র, হাইটেক প্রযুক্তির কারখানা নির্মাণ করেছে । প্রত্যেক বছর মোট মূল্যের ৫ শতাংশ পুঁজি বিনিয়োগ করে নতুন পণ্যদ্রব্যের ওপর গবেষণা করে। থিয়েন চেং কোম্পানি পরপর মার্কিন এফ.এম.আর.সি কোম্পানির আই.এস.ও ৯০০১ নম্বর গুণগতমান ব্যবস্থার যোগ্যতা , আই.এস.ও ১৪০০১ পরিবেশ প্রশাসন ব্যবস্থার যোগ্যতা, সি.সি.সি যোগত্যা,ই.ইউ.'র সি.ই. নিরাপত্তা স্বীকৃতি, মার্কিন ইউ.এল. এবং হল্যান্ডের কেমা যোগ্যতা অর্জন করেছে ।

   নবম ও দশম চীনের জাতীয় গণ কংগ্রেসের রাজনৈতিক পরামর্শ পরিষদের প্রতিনিধি,থিয়েন চেং গোষ্ঠীর প্রধান কাও থিয়েনলে কোম্পানি প্রতিষ্ঠার আগে একজন শিক্ষক ছিলেন । তিনি কনফুসিয়াস চিন্তাধারা ব্যবহার করে শিল্পপ্রতিষ্ঠানের প্রশাসনিক নীতি প্রণয়ন করেন ।

    তিনি বলেছেন, শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্প্রদায়ের পরিবেশের সঙ্গে সম্পর্কিত । এ জন্য শিল্পপতিদের শিল্পপ্রতিষ্ঠান উন্নত করার পাশাপাশি স্বেচ্ছামূলকভাবে সমাজের দায়িত্ব পালন করা উচিত । ২০০২ সালের ২৫ ডিসেম্বর থিয়েন চেং কোম্পানি লেছিং শহরে দরিদ্র্য লোকদের সাহায্য করার জন্য আয়োজিত এক কার্যক্রমে এক লাখ ইউয়ান ত্রাণ সাহায্য দিয়েছে । ২০০৩ সালের ৯ জানুয়ারী থিয়েনচেং কোম্পানি লেছিং শহরের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের দারিদ্র বিমোচন পরিষদকে ১ কোটি ইউয়ান দিয়েছে । সার্স রোগ ঘটার সময়ে তিনি ব্যক্তিগতভাবে এ রোগ প্রতিরোধ করার জন্য এক লাখ ইউয়ান দান করেছেন ।

    এ পর্যন্ত থিয়েনচেং গোষ্ঠী দারিদ্র বিমোচনসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি ইউয়ান সাহায্য হিসেবে প্রদান করেছে ।