চীনের গুণগতমান তত্ত্বাবধান, পরিদর্শন ও কোয়ারেন্টাইন সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসন ২০ ডিসেম্বর চীনের মার্কার উন্নয়ন সম্পর্কিত এক রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্টটিতে ২০১০ সালের আগে বিশ্ব পর্যায়ের ১০টি মার্কা সৃষ্টি করার লক্ষ্য উত্থাপন করা হয়েছে ।
যে মার্কার পণ্যদ্রব্যবিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের স্বীকৃতি পায় এবং বিক্রয়ের পরিমান, প্রকৌশলগতদক্ষতা, বাজারের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রের মান বিশ্ব মানে দাঁড়ায় সে সব মার্কাকে বিশ্ব পর্যায়ের মার্কা বলা হয় । যেমন বিক্রয়ের পরিমানের দিকে বিশ্বে প্রথম স্থানে থাকতে হবে ।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন , সাধারণত বিশ্ব পর্যায়ের মার্কার তৈরী এক দীর্ঘ সময়ের ব্যাপার। সরকারের পরিচালনায় প্রাসঙ্গিক নীতি প্রণয়ন করা ও আর্থিক সাহায্যবাড়ানোর মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান এবং সরকার ও গবেষণা ইউনিটকে সহযোগিতা করে দ্রুত বিশ্ব পর্যায়ের মার্কা তৈরী করবে বলে চীন আশা করে ।
|