চীনের আন্তর্জাতিক বেসরকারী সংস্থাগুলোর সহযোগিতা ও উন্নয়ন সমিতির চেয়ারম্যান ওয়াং ইয়ুয়ে বলেছেন , চীনের জাতীয় অর্থনীতির নিরন্তর ও দ্রুত উন্নতির সংগে সংগে চীনের বেসরকারী অলাভজনক সংস্থার সংখ্যা বেড়েছে এবং এ সংস্থাগুলোর প্রভাবও বেড়েছে । গত মংগলবার পেইচিংয়ে অনুষ্ঠিত বেসরকারী সংস্থাগুলোর সক্ষমতা অর্জন সংক্রান্ত এক সেমিনারে তিনি এ কথা বলেছেন ।
ওয়াং ইয়ুয়ে বলেছেন , সামাজিক সম্পদ সমাবেশিত , গণ পরিসেবা প্রদান , সামাজিক স্থিতিশীলতা রক্ষা , অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত এবং কমসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে চীনের বেসরকারী অলাভজনক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । অনেক ব্যক্তি নিজেদের উদ্যোগে এসব সংস্থা প্রতিষ্ঠা করেছে । সমাজে এ সংস্থাগুলোর বেশ প্রভাব রয়েছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের এক হিসাব থেকে জানা গেছে , চীনের বেসরকারী সংস্থার সংখ্যা প্রতি বছর ১০ শতাংশ করে বেড়ে ৩ লাখ ২০ হাজারে পৌঁছেছে ।
|