কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের পঞ্চম দফার দ্বিতীয় পর্যায়ের সম্মেলনে অংশ নেয়া মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ২০ ডিসেম্বর সকালে পেইচিংয়ে বলেছেন, চীন ছ'পক্ষীয় বৈঠকে বিশেষ ভূমিকা পালন করছে।
হিল চীনে মার্কিন দূতাবাস হস্টেলের উদ্দেশ্যে যাত্রার পর এ কথা বলেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান সম্পর্কে চীনের বিরাট প্রয়াস প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র এ সমস্যা একা সমাধান করতে পারে না।
১৯ ডিসেম্বর বিকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধি দল পেইচিংয়ে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছে। হিল বলেছেন, দু'পক্ষ মৌলিক কিছু বিষয়ে মত বিনিময় করেছে এবং গত বছরের ডিসেম্বর মাসে গৃহিত "ছ'পক্ষীয় বৈঠকের চতুর্থ দফার অভিন্ন বিবৃতি"-র কিছু সুনির্দিষ্ট বিষয় বাস্তবায়নের ব্যাপারে মত বিনিময় করেছে। তবে বৈঠকে বাস্তব কোন অগ্রগতি অর্জিত হয়নি।
|