পেইচিংয়ে অনুষ্ঠিত পঞ্চম দফা ছ-পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলনে অংশগ্রহনকারী মার্কিন প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফার হিল ২০ ডিসেম্বর সকালে জানান, ছ-পক্ষীয় বৈঠকের প্রধান লক্ষ্য হলো কোরীয় উপদ্বীপ পরমাণু-মুক্তকরণ এবং সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে সম্পর্ক উন্নত করা।
হিল বলেন, ছ-পক্ষীয় বৈঠকের চূড়ান্ত লক্ষ্য শুধু কোরীয় উপদ্বীপর পরমাণু-মুক্তকরণই নয়, সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত করাও খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য বাস্তবায়ন করতেই বর্তমান আলোচনা ।
পঞ্চম ছ-পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন শুরু হওয়ার পর ১৯ ডিসেম্বরযুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধি দল প্রথম বার দ্বিপক্ষীয় বৈঠক করেছে। কিন্তু এই বৈঠকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি।
|