প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতীয় দিবস অতিবাহিত হয়েছে। সাত দিন ব্যাপী ছুটির পর আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ করতে শুরু করেছি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতোই আপনাদের সুন্দর সুন্দর গান শোনাবো।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের ফাল্গুনী রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক এম.সুলতান মাহমুদ আমাদের অনুষ্ঠানে চীনা অভিনেত্রী সুই চিংলেইয়ের পরিবেশিত "প্রেমের স্বাদ"নামে ছায়াছবির যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, আপনি কি ভাবে থেকে সুই চিংলেই নামটি শুনেছেন? আমি জানতে আগ্রহী। আচ্ছা, এখন আমি এই ছায়াছবির একটি গান শোনাচ্ছি। গানের নাম"প্রেমের স্বাদ"। গানের অর্থ হচ্ছে: প্রেমে মিষ্টি ছাড়াও, আরো বেদনা ও ভুল বুঝাবুঝি আছে। তাই প্রেমিক-প্রেমিকাকে নিয়মিতভাবে মত বিনিময় করতে হবে। চলুন ,বন্ধুরা, একসাথে গানটি শুনি।
বাংলাদেশের শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এস. মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে এস.ডি. রুবেলের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। চলুন, বন্ধুরা, একসাথে "Aajker Dinta(আজকের দিনটা)নামে এস.ডি.রুবেলের গাওয়া গানটি শুনবো।
বাংলাদেশের গাইবান্ধা জেলার বেলকা বাজার গ্রামের সি আর আই জাগরন ক্লাবের সভাপতি এ.কে.এম.শরিফুল ইসলাম আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের কন্ঠে "প্রানের চেয়ে প্রিয়"নামে ছায়াছবির একটি গান শুনতে চেয়েছেন। গানে বলা হয়েছে: পড়েনা চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কিন্তু আমি খুব দুঃখিত, আমি গানটি খুঁজে পাইনি। তাই আরেকটি সুন্দর গান শোনাবো। গানের নাম "আমার বুকের মধ্যে খানে"।
বাংলাদেশের হবিগঞ্জ জেলার ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের বন্যা অধিকারী ও কাজী বোরহান উদ্দীন তাঁদের চিঠিতে লিখেছেন, চাওয়া পাওয়া আসরে আমার প্রিয় একটি গান শুনতে চাই। অবশ্যই আমার পছন্দের গানটি শোনাবেন। আচ্ছা, বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শুনবো। মিতালী ও ভূপিন্দর এই দু'জনের একসাথে গাওয়া "যেটুকু সময়"নামে গানটি উপহার দিচ্ছি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আপনারা আমাদের অনুষ্ঠানে নিজেদের পছন্দের যে গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষায় আছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|