চীন আন্তর্জাতিক বেতার
নাই তুলনা তার।
আমরা যে তার অসংখ্য ভক্ত
সব সময়েই অনুরক্ত।
দিবা নিশী লিখি তারে
সব সময় সে যত্ন করে।
হৃদয় দিয়ে ভালবাসি
শ্রদ্ধা যেন রাশি রাশি।
সি আর আই প্রিয় নাম
তাকে জানাই আজ সালাম
চীন থেকে সে কথা বলে
শুনি মোরা দলে দলে।
সি আর আইকে ভালবাসা
দেখব তারে ইহাই আশা
যুগ যুগ অপেক্ষা করি।
প্রহর গুণে ধৈর্য্য ধরি।
অসংখ্য শ্রোতার ভালবাসায়
সি আর আই সবাই শুধু হাসায়।
মিষ্টি মধুর গানে সুরে
সি আর আই আছে হৃদয় জুড়ে।
দিবসে এ রাতে
ভক্ত শ্রোতারা তারই সাথে
সব সময়ে তাকে নিয়েই
অনুষ্ঠানে ব্যস্ত হয়।
---বাংলাদেশের ফরিদপুর জেলার এম.এম.গোলাম সারোয়ার
|