চীন-ইউরোপ অবাধ বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলো ১৯ ডিসেম্বর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সরকারি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে আলবেনিয়া, বসনিস ও হার্জেগোভিনা, মল্ডোভা, মান্টেনেগ্রো এবং সার্বিয়া এবং কোসোভাকে নতুন সদস্য হিসেবে গ্রহন করেছে। এই সদস্যভূক্তি ২০০৭ সালের পয়লা মে থেকে কার্যকার হবে।
চীন-ইউরোপ অবাধ বাণিজ্য সংস্থার পালাক্রমিক চেয়ারম্যান দেশ রোমানিয়ার প্রধানমন্ত্রী কালিন পোপেস্কু তারিসিয়ানু সম্মেলনে বলেন, চীন-ইউরোপ অবাধ বাণিজ্য সংস্থা সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা যায় এবং ইউরোপের একায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়া হলো চীন-ইউরোপ অবাধ বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর অভিন্ন লক্ষ্য।
|