১৯ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং পেইচিং সফররত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আবদেল ইলাহ আল-খাতিবের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং চীন ও জর্ডানের মধ্যে কৌশলগত আলোচনার লক্ষে প্রতিনিধি দল গড়ে তোলা সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরো উন্নত করার ইচ্ছা প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে লি চাও সিং বলেছেন, মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে জাতিসংঘের সংশ্লিষ্ট চুক্তি ও ভূভাগের বিনিময়ে শান্তি পরিকল্পনার ভিত্তিতে ও আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান এবং বিভিন্ন দেশের মধ্যে শান্তি বাস্তবায়ন করা। চীন আশা করে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যথাশীঘ্রই নিজেদের মধ্যে আলোচনা শুরু করবে, যাতে মধ্যপ্রাচ্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা যায়।
মধ্যপ্রাচ্য বিষয়ের ওপর চীনের ন্যায্য অবস্থানের জন্য খাতিব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তার দেশ চীনের সঙ্গে পরামর্শ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।
|