১৯ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের পরমাণু সহযোগিতা সম্পর্কে বলেছেন, বিভিন্ন দেশের শান্তিপূর্ণভাবে পরমাণু ব্যবহারের সহযোগিতায় আন্তর্জাতিক পরমাণু অবিস্তার নীতি সুরক্ষার জন্য কল্যাণকর দিক সৃষ্টি করা উচিত।
১৮ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বেসরকারী পরমাণু সহযোগিতা সম্পর্কিত আইনে স্বাক্ষর করেছেন। ফলে ভারতে বেসরকারী পরমাণু জ্বালানি ও প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হলো। এর আগে এই আইন মার্কিন কংগ্রেসের অনুমোদন পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আইন অনুযায়ী, মার্কিন সরকার "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষর করেনি এমন দেশকে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে পারে না। তবে ভারত এখনো এই চুক্তি স্বাক্ষর করে নি।
|