কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতির পঞ্চম দফা বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশনের প্রতিনিধিদলের নেতাদের একটি সভা ১৯ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । সভায় বিভিন্ন পক্ষ অভিন্ন বিবৃতি বাস্তবায়নের বাস্তব ব্যবস্থা সম্পর্কে নিজ নিজ মত প্রকাশ করেছে এবং কতকগুলো প্রস্তাবও উপস্থাপন করেছে ।
আমাদের সংবাদদাতার সংগে এক বিশেষ সাক্ষাত্কারে চীনা প্রতিনিধিদলের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন , চীনা প্রতিনিধিদলের নেতা উ তা ওই ব্যক্ত করেছেন , অভিন্ন বিবৃতির বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রকল্প । পর্যায়ক্রমে ও ধাপে ধাপে তার বাস্তবায়ন হবে বাস্তবভিত্তিক ও যুক্তিযুক্ত । উ তা ওই মনে করেন , প্রথম পদক্ষেপ হিসেবে অভিন্ন বিবৃতি বাস্তবায়নের বাস্তব ব্যবস্থা গ্রহণ এবং বর্তমান পর্যায়ে বিভিন্ন পক্ষের নেয়া বাস্তব তত্পরতা নির্ধারণ করা উচিত ।
চিয়াং ইয়ু আরো বলেন , প্রতিনিধিদলের সভায় বিভিন্ন পক্ষ পুনরায় অভিন্ন বিবৃতিতে অটল থাকার কথা ঘোষণা করেছে ।
এ সভার আগে চীন ও যুক্তরাষ্ট্র এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছে । ১৯ ডিসেম্বর বিকেল থেকে চীন পর পর অন্য ৫টি পক্ষের সংগে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে ।
|