চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সুয়ান ১৮ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
তিনি দক্ষিণ কোরিয়া ও জাপানের সাংস্কৃতিক বিনিময় সম্মেলনের চেয়ারম্যান কিম ইং সাম এবং দক্ষিণ কোরিয়া ও চীনের মৈত্রী পরিষদের পরিচালক পার্ক সাম কোর সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, বর্তমানের আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কৌশলগত আদানপ্রদান ও সমন্বয় আরো জোরদার করা উচিত, যাতে উভয় দেশের শান্তি ও উন্নয়নের জন্য ভূমিকা পালন করা যায়। তিনি আশা করেন, দু'পক্ষ আগামী বছর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ১৫তম বার্ষিকীর মাধ্যমে দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং সুন্দর একটি ভবিষ্যত অভিন্ন সৃষ্টি করবে।
তিনি আরো বলেছেন, চীন ,দক্ষিণ কোরিয়া, জাপান হচ্ছে পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অভিন্ন প্রচেষ্টায় তিন দেশের সাংস্কৃতিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতাকে ত্বরান্বিত করতে ইচ্ছুক।
|