উষ্ণ প্রকল্প নামক চীনের একটি প্রকল্প চালু হওয়ার পর দশ বছরের মধ্যে ১ লাখেরও বেশি লোকের কর্মসংস্থানে সহায়তা দিয়েছে এবং পেশাগত শিক্ষা গ্রহণের ব্যাপারে বিপুল সংখ্যক দরিদ্র ছাত্রদের নানা রকম ফি মওকুফ করেছে বা কমিয়ে দিয়েছে ।
১৯ ডিসেম্বর উষ্ণ প্রকল্পের উদ্যোক্তা - নিখিল চীন পেশাগত শিক্ষা সোসাইটি সূত্র থেকে আরো জানা গেছে , এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ দান এবং কর্মসংস্থানের লক্ষ্যে পরামর্শ প্রদানের মাধ্যমে দরিদ্র গোষ্ঠীর জন্যে পরিসেবা প্রদান করা ।
জানা গেছে , গত দশ বছরে সমাজের বিভিন্ন মহলের সমর্থন ও সহায়তায় এ উষ্ণ প্রকল্পের কল্যাণে চীনে ১০৫টি ঘাঁটি স্থাপন করা হয় এবং মোট ৫ লাখ লোককে প্রশিক্ষণ দেয়া হয় । ২০০৭ সালে এ প্রকল্পের অধীনে ১০ লাখ কৃষক ও ১০ হাজার গ্রামীন চিকিত্সককে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হবে এবং প্রতি বছর ২ লাখ লোককে প্রশিক্ষণ দেয়া হবে বলে আশা করা হচ্ছে ।
|