পৃথিবীতে বিশ্ব পুরাকীর্তির অধিকারীর সংখ্যার দিক থেকে চীনের স্থান তৃতীয় । চীনে বিশ্ব পুরাকীর্তিগুলো সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার বরাদ্দ বাড়িয়ে দিচ্ছে । এ বছর চীনের কেন্দ্রীয় সরকার বিশ্ব সাংস্কৃতিক পুরাকীর্তিগুলো সংরক্ষণের ক্ষেত্রে ১৪.৯ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এটা গত বছরের তুলনায় ১০ কোটি ইউয়ানেরও বেশি ।
চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক শান ছি সিয়াং সোমবার বিশ্ব পুরাকীর্তি সংক্রান্ত জাতীয় কর্ম সম্মেলনে আরো বলেন , ১৯৮৬ সাল থেকে চীন ইউনেস্কোর কাছে বিশ্ব পুরাকীর্তির জন্যে দরখাস্ত করতে শুরু করে । এ পর্যন্ত চীনের ৩৩টি পুরাকীর্তি বিশ্ব পুরাকীর্তির নামের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে । তার মধ্যে ২৪টি বিশ্ব সাংস্কৃতিক পুরাকীর্তি , ৫টি বিশ্ব প্রাকৃতিক পুরাকীর্তি এবং ৪টি বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক মিশ্রিত পুরাকীর্তি রয়েছে ।
|