v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-19 15:47:30    
হংকং ও তাইওয়ানের গান

cri

    কয়েক মাস আগে, চীনের মূল-ভূভাগের ছায়াছবি 'উন্মত্ত পাথর' খুবই জনপ্রিয় হয়েছে। হংকংয়ের গায়ক আনডি লাউ এই ছায়াছবির পুঁজি বিনিয়োগকারী হিসেবে, বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। অনুরাগীরা পরিবেশন ক্ষেত্রে ২০ বছরেরও বেশী থাকা 'পুরো দেবমূর্তি'কে নতুন সচেতন করেছে। ছায়াছবি নির্মাণের ওপর নিবিড় মনোযোগ দিলেও, তিনি গান গাওয়া ছেড়ে দেননি। তার নতুন কুয়াংতোং আঞ্চলিক ভাষার এলবাম 'কন্ঠ' এ বছরের আগস্ট মাসে এশিয়ার বিভিন্ন দেশে এক সঙ্গে প্রকাশিত হয়েছে। নতুন এলবামে ১০টি গান রয়েছে। এলবামের বিশেষ দিক হচ্ছে গানের ভেতর আবেগময়তা ও R&Bর স্টাইল। ফলে নতুন এলবামের প্রতি চাহিদা বেড়েছে তার নিজস্ব বিশিষ্টের জন্যেই।

   

     এখন আপনারা যে গান শুনছেন, তা এনডি লাউ'য়ের নতুন এলবামের প্রধান গান। এটা হচ্ছে ছায়াছবি 'উন্মত্ত পাথর'-এর গীতিনাট্যের টাইটেল সঙ্গীত। এনডি লাউ নিজেই গানের কথা লিখেছেন। সহজ কথা ও ব্যাঙ্গের মধ্য দিয়ে তিনি সমাজের কিছু খারাপ মানুষের চরিত্র ও তাদের কর্ম কান্ডকে তুলে ধরেছেন।

    'পরিশ্রমী' এই শব্দ হচ্ছে এনডি লাউ'য়ের জীবন যুদ্ধের প্রতীক। ছায়াছবির বা এলবামের গান যাই হোক না কেন, তা সংখ্যার মূল্যায়নে হয়, বরং তার প্রতিভাদীপ্ত পরিছন্ন প্রকাশ ভাঙ্গ ও উন্নততর প্রকাশনার ভেতর থেকে নিজেকে তৃপ্ত ও সুখী মানুষে পরিনত করেছেন। তার প্রথম এলবাম 'আমি শুধু জানি, এই মুহুর্তে শুধু তোমাকেই ভালোবাসি' থেকে 'ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য', 'ভালোবাসা ফেলে দেয়া পানি' এমনকি নতুন এলবাম 'কন্ঠ' পর্যন্ত, এনডি প্রত্যেক এলবামেই গভীর মনোযোগ দিয়ে কাজ করেছেন। এলবাম তৈরী, প্রকাশ ও প্রচারসহ প্রত্যেকটি প্রয়াসেই তিনি অংশ নিয়েছেন। সারাসারিভাবে তার এই ধরনের শ্রম, নিষ্ঠা ও কন্ঠশীলনের কারণে চিত্তবিনোদন ক্ষেত্রের শিল্পীদের স্বীকৃতি পেয়েছে। এবং তার নিরলস সাধনার জন্যে গত ২০ বছরে তিনি অসংখ্য পুরষ্কার পেয়েছেন। সব সময়ই তিনি চীনা ভাষার সঙ্গীতের রাজার অবস্থানটি বজায় রেখেছেন।

    তাইওয়ানের শিল্পী ফান ই ছেন থাকে সবাই ভালোবাসার সঙ্গীতের রাজপুত্র বলে ডাকে, সেই শিল্পী ১৮ মাস বিরাত দিয়ে তার নতুন এলবাম 'আপ্রকাশিতক গ্নিগ্ধতা' নিয়ে অনুরাগীদের সামনে ফিরে এসেছে। এবার, তিনি নিজের কথা ও সুরে সৃষ্ট গান 'চলে গেছে', 'আসলে তুমি', 'অপ্রকাশিত গ্নিগ্ধতা' ও 'সবচেয়ে বেশী ভালোবাসা' ইত্যাদি গান এলবামে সংযুক্ত করার পাশা পাশি, এবার তিনি প্রথমবার অন্য আরো দুটো গান সৃষ্টি করেছেন একান্ত আপন করেই।

   

     এখন আপনারা যে গান শুনছেন, তা ফান ই ছেনের নতুন এলবামের প্রধান গান ' Love Story'। তাইওয়ানের F.I.R. সঙ্গীত দলের গিটার বাদক আ ছিন এর উদ্দেশ্যে এই গান সৃষ্টি করেছেন। ফান ই ছেনের গানের ভঙ্গি সাবলীল ও ঢেউয়ের মতই দোদুল্যমান। তিনি তার বিনীয় কন্ঠে ভালোভাবেই শ্রোতাদের খুব কাছে চলে এসেছেন প্রিয় জনের মত। নতুন এলবামের স্টাইল ক্ষেত্রে, অনুরাগীদের প্রিয় আবেগপূর্ণ স্টাইলকে ধরে রাখার পাশা পাশি, ফান ইছেন প্রথমবার গানের ভেতর রক স্টাইল মিশ্রনের চেষ্টা করেছেন। 'সবচেয়ে বেশী ভালোবাসা' গানটিতে তিনি পুরোপুরিভাবেই রক স্টাইলকে ব্যবহার করে পরিবেশন করেছেন দরদ দিয়ে। শ্রোতাবন্ধুরা এখন শুনুন তার এই গানটি।

    সঙ্গীত ক্ষেত্রে ছাই ছিন এই নাম হচ্ছে 'নিদর্শন'-এর প্রতীক। ১৯৮১ সালে 'তোমার কোমলতা মতো' গান গেয়ে তিনি বিখ্যাত হয়েছেন। এর পর, তার স্টাইল সকল বয়সের সকল শ্রোতা অনুরাগীদের প্রশংসা পেয়েছে।

   

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'তোমার কোমলতা মতো'। এটা হচ্ছে সঙ্গীতের জগতে পদচারনার শুরুতেই তার প্রথম গান ও সুপরিচিত এটি জনপ্রিয় গান। সুগভীর ও আকর্ষণীয় কন্ঠের মাধুর্যের মাধ্যমে তিনি প্রেমের রোমান্টিক ও ভালো লাগা বা না লাগা অনুভূতিময় কথা ও সুরে গেয়েছেন। গানের কথা হলোঃ কোন বছরের, কোন মাসের কোন দিন, ভেঙ্গে গিয়েছিল এই মন, ভেঙ্গে পড়ে ছিল ঠিক অবয়য়ের মত। সময় কেন এতো কঠিন। কি করে বলি আবার দেখা হবে। সবাই তো চলে যাবে। শুধু আসি বছরের পর বছর, স্মরণ না করে থাকতে পারিনা তোমাকে ভুলতে ও পারিনা। বার বার স্মরণ করি। মনে হয় তোমার কোমতা আর মোহনীয়তার মতই। সমুদ্রের বাতাস বয়ে যাবে সীমাহীন আন্তের পথে।

    ১৯৭৯ সালে, শিল্পী ছাই ছিনের বয়স মাত্র ২২ বছর। তখন তিনি প্রথম তাইওয়ানের 'লোক সঙ্গীত' প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এর পর থেকেই সংগীত ক্ষেত্রের বিচরণ। গত ২০ বছরে তিনি ৪০টিরও বেশী এলবাম প্রকাশ করেছেন। এবং বাদু পুরস্কার পেয়েছেন। তার কন্ঠ অনেকের জন্য, উষ্ণ স্বপ্নের মতো, যা নিজেকে আবিষ্ট করে রাখে আরাষণ। তার গাওয়া 'তোমার চোখের আলো', 'আমার একটি প্রেম'সহ বিভিন্ন গান এ পর্যন্ত অবিস্মরণীয় হয়ে রয়েছে। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, এখন আমরা এক সঙ্গে ছাই ছিনের গান 'তোমার চোখের আলো' শুনবো। এটা তার ১৯৮১ সালে প্রকাশিত এলবাম থেকে বাছাই করা। এটা হচ্ছে একটি রোমান্টিক গান। তাহলে শুনুন গানটি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভূবন এখানেৱ শেষ হল, শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে।