চীনের বেসামরিক ব্যুরোর পরিচালক ইয়াং ইয়েন ইয়েন জানান, চীনের বেসামরিক বিমান শিল্প আরো উন্মুক্ত হবে।
১৮ ডিসেম্বর পূর্ব চীনের হাংচৌ শহরের সিয়াও শান আন্তর্জাতিক বিমান বন্দর কোম্পানি প্রতিষ্ঠার সময় ইয়াং ইয়েন ইয়েন এই কথা বলেছেন। নব প্রতিষ্ঠিত সিয়াও শান আন্তর্জাতিক বিমান বন্দর হলো একটি মূলভূভাগ ও হংকংয়ের যৌথ বরাদ্দে নির্মিত বিমান বন্দর। এটি ২০০২ সাল থেকে চীনের বেসামরিক শিল্প উন্মুক্ত হওয়ার পর থেকে প্রথম যৌথ বরাদ্দ নির্মিত বিমান বন্দর।
ইয়াং ইয়েন ইয়েন বলেছেন, বিমান যোগাযোগ ক্ষেত্রে চীন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সালে চীনের বিমানবাহী পর্যটকের সংখ্যা ২৭০ মিলিয়ন হবে। মালবহন ক্ষমতা ৫.৭ মিলিয়ন টন হবে। তিনি বলেছেন বৈদেশিক পুঁজির সঙ্গে সহযোগিতা করে উন্নত করা হবে বেসামরিক বিমান বন্দর সংস্কারের পদ্ধতি।
|