মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকর্ম্যাক ১৮ ডিসেম্বর বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডলিস্সা রাইস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা ইরানকে জাতিসংঘের শাস্তি দেয়া নিয়ে মত বিনিময় করেছেন।
ম্যাকর্ম্যাক বলেছেন রাইস ও লাভরোভ কিছু অমীমাংসিত সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে জাতিসংঘ শীগ্গীরই ইরানকে শাস্তি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
মার্কিন রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী ওইলিম জোসেফ বার্নস বলেছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী কয়েক মাস আলোচনার পর ইরানের সমস্যা নিয়ে একটি সিদ্ধান্ত নেবে। তিনি মনে করেন জাতিসংঘে আগামী কয়েক দিনের মধ্যে ইরানকে শাস্তি দেয়ার প্রস্তাব গৃহিত হবে।
|