বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শ্রোতা জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের প্রচারিত পবাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা । আমি আপনাদের অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি। খুব ভালো লাগে আপনাদের সকল অনুষ্ঠান। আমি সব সময় আপনাদের অনুষ্ঠান পযর্বেক্ষণ করছি। আমি মাঝে মাঝে অন্যান্য শ্রোতার সঙ্গে আপনাদের অনুষ্ঠান নিয়ে পযার্লোচনা করে থাকি। আমাদের সার্বিক বিবেচনায় আপনাদের অনুষ্ঠানের মান সন্তোষজনক। অনুষ্ঠানের প্রচার মানও খুবই উন্নত। অনুষ্ঠানের বিষয়বস্তুও শিক্ষামূলক ও বিনোদনধর্মী। আপনাদের অনুষ্ঠান আমাদেরকে ভীষণভাবে সুখী করছে। আমি বিশেষভাবে প্রত্যেক বুধবারের মুখোমুখি ও প্রত্যেক শনিবারের মিতালী পছন্দ করি। আশা করি , আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের মান দিন দিন উন্নত হবে। সি আর আইএর বাংলা অনুষ্ঠান সত্যিই আমাদের প্রিয় অনুষ্ঠান। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য। আশা করি, নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত বা প্রস্তাব থাকলে আমাদের সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনাদের পরার্মশ দরকার। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলেও চিঠিতে লিখে আমাদের জানাবেন।
চট্টগ্রামের শ্রোতা মো: সাইফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই থেকে তাহের ভাইয়ের বিদায় আমাকে কষ্ট দিয়েছে। উনি বাংলা বিভাগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তাঁর উপস্থাপিত অনুষ্ঠান আমার কাছে ভীষণ ভাল লাগত। উনি এবং তাঁর পরিবার এখন কেমন আছেন? উনি এখন কোথায় এবং কি চাকরি করছেন। তাহের ভাই সম্বন্ধে আমাকে কিছু জানালে খুব খুশী হবো। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা । আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। তাহের সাহেব সি আর আরইএর বাংলা বিভাগে প্রায় দশ বছর ধরে কাজ করেছেন। সত্যিই বাংলা অনুষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়। উনি এবং তাঁর পরিবার এখন ঢাকায় থাকেন। এখন উনি ব্যবসা নিয়ে ব্যস্ত। যদি তাঁর বিস্তারিত ঠিকনা পাই তাহলে আপনাকে জানাব। আশা করি , আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। মাঝে মাঝে আমাদের অনুষ্ঠান সম্বন্ধে প্রস্তাব করবেন বলে আশা করি।
পাবনা জেলার শ্রোতা মো: রাশেদুল হাসান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। আমি নিয়মিত আপনাদের অনু্ষ্ঠান শুনে থাকি। আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। আমি লক্ষ্য করেছি, বতর্মানে আপনাদের অনুষ্ঠান অনেক পরিবর্তিত হয়েছে। আগের চাইতে অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। এটা সত্যিই একটি প্রশংসনীয় ব্যাপার। আমাদের জন্যে এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস , ভবিষ্যতে আপনাদের অনুষ্ঠান আরও উন্নত ও সুন্দর হবে। ধন্যবাদ প্রিয় বন্ধু। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু আমরা ভালভাবে জানি, আমাদের আরও অনেক করবার আছে। এ জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা করবো। আশা করি, আপনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত থাকলে চিঠি লিখে আমাদের জানাতে ইতস্তত: করবেন না।
নাটোর জেলার শ্রোতা মো: মঞ্জুরুল আলম রিপন তাঁর চিঠিতে বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্যে ৬৫টি পরার্মশ উত্থাপন করেছেন। তিনি চিঠিতে এভাবে লিখেছেন, এ বছর সি আর আইয়ের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষকী । এ উপলক্ষে আমার ৬৫টি পরামর্শ বাংলা বিভাগের উদ্দেশ্য নিবেদিত হল। আজকের এই আসরে তাঁর কয়েকটি পরার্মশ পড়ে শুনাবো। প্রথমে তাঁর চিঠিতে তিনি লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ নানান বিষয়ে অনুষ্ঠানের মান উন্নয়নে আমার উল্লেখিত বিষয়গুলি কাযর্কর করা হলে আরও একধাপ এগিয়ে যাবে, বিভিন্ন শ্রোতাদের মাঝে যে সকল বিষয়গুলি বেশি আন্দোলিত হয়। এখন তাঁর প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটি পড়ে শোনাবো। তিনি বলেছেন, অনুষ্ঠান শেষ করার পূর্ব মুহূর্তে সবর্শেষ পাওয়া খবর দিয়ে " সংক্ষিপ্ত খবর" নামে অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। এতে করে বিশ্বের সবর্শেষ ঘটে যাওয়া ঘটনা আমরা জানতে পারব। সি আর আইয়ের বাংলা বিভাগ এক মাসে যত চিঠি পায়, তার ভিত্তিতে লটারী করে একজন বিজয়ী নিবার্চন করা যেতে পারে। বিজয়ী শ্রোতাকে রেডিও পুরস্কারের ব্যবস্থা নিলে শিক্ষিত অশিক্ষিত শ্রোতারাও আদাজল খেয়ে লাগবে। বাংলাদেশ-ভারতের জাতীয় পত্রিকাগুলোতে সি আর আইয়ের বাংলা বিভাগের পরিচিতি তুলে ধরে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এতে করে যারা অনুষ্ঠান শুনেন না তারাও আকৃষ্ট হতে পারেন। পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সময় সূচী, মিটারব্যান্ড, অনুষ্ঠান-সূচী তুলে ধরলে সবার কৌতুহল দূর হবে। এতে করে অনেক শ্রোতা পাওয়া যাবে। সি আর আইয়ের বাংলা বিভাগে বতর্মানে তরুন শ্রোতার সংখ্যা বেশি। সেহতু তরুনদের নিয়ে তরুন বিষয়ক খবর, সাক্ষাতকার, জনমত, প্রতিক্রিয়া ইত্যাদি নিষয় সম্বলিত ' নবীন মঞ্জুরী' নামে নতুন ধারাবাহিক পরিবেশনা চাই। সি আর আইয়ের বাংলা বিভাগের মুখোমুখি আসরে যে সকল প্রশ্নের জবাব দেওয়া হয়, তার প্রশ্ন ও জবাব দিয়ে বছরে একটি করে বই প্রকাশ করে শ্রোতাদের নিকট পাঠানোর ব্যবস্থা নিলে শ্রোতারা চীন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সি আর আইয়ের বাংলা বিভাগের ওয়েব সাইট প্রতিদিন আপডেট করা হয়না। আমরা যারা নিয়মিত অনলাইনে বসি, প্রতিদিন নতুন নতুন তথ্য না পেলে ভাল লাগে না। যে কোন অনুষ্ঠানের বিষয়বস্তু বেতারে পরিবেশিত হবার আগে অনলাইনে পেতে চাই। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে চীনের আবহাওয়ার খবর এবং তাপমাত্রা সম্পর্কে প্রতিদিন জানতে চাই। এতে করে আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং তাপমাত্রার সাথে একটি তুলনামূলক চিত্র পাব। প্রিয় বন্ধু, আপনার ৬৫টি পরামর্শ পড়ার পর আমরা সত্যিই খুব মুগ্ধ হয়েছি। আপনি শুধু যে আমাদের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা তাই নন একজন ভক্ত শ্রোতাও বটে। চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনি ৬৫টি পরার্মশ দিয়েছেন। এটা সত্যিই একটি প্রশংসনীয় ব্যাপার। আপনার মতো একজন শ্রোতা পাওয়া আমাদের সৌভাগ্য । আমরা আপনার পরামর্শগুলোচীনা ভাষায় অনুবাদ করবো। তারপর আমরা আপনার পরামর্শগুলো নিয়ে আলোচনা করবো। আপনার পরামর্শগুলো খুব তাতপর্যসম্পন্ন। পরামর্শগুলোর মধ্যে কোন কোনো খুব গঠনমূলক। ভবিষ্যতে আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আরও বেশি সংস্কার চালাবো। আপনি এ সব পরামর্শ নিবেদন করার জন্যে আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকের আরেক বার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নিয়মিত আমাদের কাছে আপনার ভাল ভাল পরার্মশ পাঠাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মত শ্রোতাদের পরামর্শ প্রয়োজন।
ঝিনাইদহ জেলার শ্রোতা এস ,এম ,মাসুদ রানা তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইয়ের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতিনিয়ত সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান শুনি। আমার একটি প্রস্তাব হল, অনুষ্ঠানের শুরুতে যে সংবাদ হয়, পর পর বাংলাদেশ, চীন, ভারতের প্রতিদিনের আবহাওয়া বার্তা যদি প্রচার করেন তাহলে অনেক শ্রোতা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। প্রিয় বন্ধু, আপনার পরামর্শের জন্যে ধন্যবাদ। আমরা আপনার পরামর্শ বিবেচনা করবো। যদি সম্ভব হয় তাহলে আমরা তাই করবো। অবশ্যই আমাদের অনুষ্ঠানের কোন পরিবর্তন হলে কতৃর্পক্ষকে আগে থেকে জানাতে হবে।
|