|
 |
(GMT+08:00)
2006-12-18 19:47:06
|
 |
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতির বৈঠকের শুভ সূচনা হয়েছে :চীনের মুখপাত্র
cri
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছয় জাতির বৈঠকে অংশ নেয়া চীনা প্রতিনিধিদলের মুখপাত্র চিয়াং ইয়ু ১৮ ডিসেম্বর বিকেলে পেইচিংয়ে বলেছেন , ছয় জাতির পঞ্চম দফা বৈঠকের দ্বিতীয় পর্যায়ের অধিবেশনের শুভ সূচনা হয়েছে এবং এ অধিবেশনের বিশেষ তত্পর্য রয়েছে ।
পেইচিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু আরো বলেন , আজ সকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদল গত বছরের সেপ্টেম্বরে গৃহীত ছয় জাতির চতুর্থ দফা বৈঠকের অভিন্ন বিবৃতি বাস্তবায়নের বাস্তব ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে নিজ নিজ অভিমত ব্যাখ্যা করেছে । তিনি মনে করেন যে, এ বৈঠকের শুভ সূচনা হয়েছে ।
চিয়াং ইয়ু আরো জানিয়েছেন , যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পেইচিংয়ে আর্থিক সমস্যা সম্পর্কে আলোচনা করবে । তিনি বলেন , চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ ও সংলাপকে সমর্থন করে । চীন আশা করে যে , ছয় জাতির বৈঠক অনুষ্ঠানের এ সুযোগে উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবে এবং নমনীয় ও বাস্তবভিত্তিক মনোভাব নিয়ে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে পারবে ।
|
|
|