চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়াত্ত সম্পদ তত্ত্বাবধানপ্রশাসন কমিটি ১৮ ডিসেম্বর স্পষ্টভাবে বলেছে ,সরকার রাষ্ট্রায়াত্ত ৭টি শিল্পক্ষেত্রেরনিয়ন্ত্রণ করবে এবং ২০১০ সাল নাগাদ আন্তর্জাতিকক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতারক্ষমতা রয়েছে এমন ৩০ থেকে ৫০টি বৃহত শিল্পগ্রুপেরতত্ত্বাবধানকরবে ।
পেইচিংয়ে এক সাক্ষাত্কারে রাষ্ট্রায়াত্ত সম্পদ তত্ত্বাবধান প্রশাসনকমিটির চেয়ারম্যান লি রোংরোং এই খবর প্রকাশকরেছেন । তিনি বলেছেন এই ৭টি শিল্পক্ষেত্রের মধ্যে সামরিক শিল্প , বিদ্যুত জাল ও বিদ্যুত উত্পাদন, তেল ও রসায়ন শিল্প , টেলিযোগাযোগ , কয়লা , বেসামরিক বিমান চলাচল ও নৌচলাচল অন্তর্ভূক্ত রয়েছে ।
জানা গেছে , এখনমোট ১৬১টি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান প্রশাসন কমিটিটির তত্ত্বাবধানে রয়েছে । পরবর্তী কয়েক বছরের মধ্যে চীন রাষ্ট্রায়াত্তপূঁজিকে এই ৭টি শিল্পক্ষেত্রে কেন্দ্রীভূত করবে এবং পুনর্গঠনের মাধ্যমে ১৬১টি শিল্পপ্রতিষ্ঠানকে ৮০ থেকে ১০০তে সমন্বিতকরবে ।
|