পাকিস্তানের এবোটাবাদে অনুষ্ঠিত "মৈত্রী ২০০৬" নামে চীন ও পাকিস্তানের সন্ত্রাসদমন সংক্রান্ত যৌথ সামরিক মহড়া ১৮ ডিসেম্বর শেষ হয়েছে।
১৮ ডিসেম্বর সকাল নয়টা ১৫ মিনিটে চীন ও পাকিস্তানের পরিদর্শন বাহিনীর চূড়ান্ত প্রকল্প সম্পন্ন হওয়ার পর মহড়া ভালোভাবে শেষ হয়েছে।
এবার মহড়া চলতি মাসের ১১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হল, চীন ও পাকিস্তান দুই দেশ ও দুই সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের সম্প্রসারণ করা, সন্ত্রাসদমনে দু'দেশের সেনাবাহিনীর যৌথভাবে যুদ্ধ করার সামর্থ্য বাড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সন্ত্রাস দমনের পরিবেশ সৃষ্টি করা।
এবার হচ্ছে চীন ও পাকিস্তানের চতুর্থ যৌথ সামরিক মহড়া। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সেনাবাহিনী অঐতিহ্যিক নিরাপত্তা ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারণ করছে। এর আগে চীন কিরগিজস্তান,তাজিকিস্তানসহ শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে যৌথ সন্ত্রাসদমন মহড়া করেছে।
|