ভবিষ্যতে মধ্য চীনের হু পেই প্রদেশের রাজধানী উ হানে বেশ কয়েকটি জলাভূমি পার্ক ও জলাভূমির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা নির্মাণ করা হবে । এভাবে উ হানে জলাভূমি সংরক্ষণের একটি পূর্ণাংগ ব্যবস্থা গড়ে ওঠবে এবং উ হান শহর ও জলাভূমির সহঅবস্থানের একটি শহরে পরিণত হবে ।
জানা গেছে , এ বছর উ হান শহরে শাং শে হ্রদসহ ৩টি জলাভূমি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা নির্মাণ করা হয় । আগেকার নির্মিত দুটো এ রকম এলাকা নিয়ে উ হানের জলাভূমি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার সংখ্যা ৫টিতে উন্নীত হয়েছে । তাছাড়া উ হান পৌর সরকার জলাভূমির যথেচ্ছ জবরদখল ও পরিবেশ নষ্ট করার তত্পরতা বন্ধ করার জন্যে জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত বিধি প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ।
উ হান শহর বরাবরই শত হ্রদের নগর বলে সুপরিচিত । শহরে ছোট বড় মোট দেড় শ' হ্রদ ও দীঘি রয়েছে । উ হানের জলাভূমির আয়তন ৩ হাজারেরও বেশি বর্গকিলোমিটার। এসব জলাভূমিতে ৪ শ'রও বেশি বন্য প্রাণী ও বৃক্ষ রয়েছে ।
|