v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-18 18:31:03    
পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলনে পেইচিংয়ে শুরু

cri
    কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক ১৩ মাস বন্ধ থাকার পর ১৮ ডিসেম্বর সকালে পেইচিংয়ে আবার শুরু হয়েছে। চীনের প্রতিনিধ দলের নেতা, উপপররাষ্ট্রমন্ত্রী উ তা উয়ে বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , বর্তমান বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হল গত বছরের সেপ্টেম্বর মাসে গৃহিত ' চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের যৌথ বিবৃতি বাস্তবায়নের বাস্তব ব্যবস্থা নির্ধারণ করা । চীন , উত্তর কোরিয়া , যুক্তরাষ্ট্র , দক্ষিণ কোরিয়া , জাপান ও রাশিয়ার প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠান ও সম্মেলনে অংশ নিয়েছে । চীনের প্রতিনিধি দলের নেতা উ তা উয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , বর্তমান বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে । তিনি বলেছেন , আমি আন্তরিকভাবে আশা করি ছয়টি প্রতিনিধি দল রাজনৈতিক বিজ্ঞতা , সাহস ও দৃঢসংকল্পের সঙ্গে কোরিয় উপদ্বীপের পরমানু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়ন করবে , সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ বাস্তবায়ন করবে এবং উত্তর-পূর্ব এশিয়ার সুষম পরিস্থিতি সৃষ্টি করতে নতুন অবদান রাখবে ।

     গত বছরের নভেম্বর মাসে পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশন অনুষ্ঠানের পর ছ'পক্ষীয় বৈঠক দীর্ঘদিন অচলাবস্থায় ছিল । ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান দেশ হিসেবে চীন সংলাপের মাধ্যমে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিরসনের পক্ষপাতী । চীন ছ'পক্ষীয় বৈঠকের আশু পুনরুদ্ধারের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে ।

    ছ'পক্ষীয় বৈঠকের পুনরুদ্ধার সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের আশা রয়েছে । উ তা ওয়ে মনে করেন , বর্তমান বৈঠকে দুটি কাজ সুসম্পন্ন করতে হবে । তিনি বলেছেন , একটি কাজ হলো গত বছরের ১৯ সেপ্টেম্বর গৃহিত যুক্ত বিবৃতির সার্বিক বাস্তবায়ন করতে হবে আর অন্যটি হলো যুক্তবিবৃতি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ আলোচনা ও নির্ধারণ করা ।

    উ তা ওয়ে উল্লেখ করেছেন , গত বছরের ১৯ সেপ্টেম্বর গৃহিত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের যৌথবিবৃতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐক্যমত উল্লেখ করা হয়েছে । তাই এই বিবৃতি ছ'পক্ষের কোরিয় উপদ্বীপে পরমাণু অস্ত্র মুক্ত করার একটি রাজনৈতিক ঘোষণা ও বিভিন্ন পক্ষের অবশ্যপালনীয় একটি রাজনৈতিক দলিল । আমাদের সামনে দায়িত্ব হলো এই বিবৃতির বাস্তবায়ন ।

    গত বছর গৃহিত যৌথবিবৃতিতে উত্তর কোরিয়া সব ধরনের পরমাণু অস্ত্র ত্যাগ করে ,পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল । যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে , কোরিয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের কোনো পরমানু অস্ত্র নেই , যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র বা প্রথানুগত অস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সশস্ত্র আক্রমন চালাবে না । চীন , জাপান , দক্ষিণ কোরিয়া , রাশিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার কাছে জ্বালানী শক্তি সাহায্য দেবে ।

    ১৮ ডিসেম্বর সকালে হোটেল থেকে সভাকক্ষে যাওয়ার সময় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইয়ুন উও সাংবাদিককে বলৈছেন , ১৩ মাস পর ছ'পক্ষীয় বৈঠক আবার অনুষ্ঠিত হচ্ছে । আজ বিভিন্ন পক্ষ নিজের অভিমত প্রকাশ করেছে । আশা করি ছ'পক্ষীয় বৈঠকে অগ্রগতি হবে ।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ চিং সি দে বলেছেন , আমি মনে করি ছ'পক্ষীয় বৈঠকের পুনরুদ্ধার কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের একটি সুখবর । উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র বৈঠকে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা আলোচনা করতে রাজি আছে । ছ'পক্ষীয় বৈঠকের পুনরুদ্ধার এ সমস্যা সমাধানের এক প্রয়োজনীয় পদক্ষেপ ।