চীনের পরিবেশগত সচেতনতা কার্যক্রম ১৮ ডিসেম্বর চীনের রাজধানী পেইচিংয়ে শুরু হয়েছে । এ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে গণ মাধ্যমগুলোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব প্রচার করা , যাতে চীনের জনসাধারণের পরিবেশগত সচেতনতা বাড়ানো যায় ।
জাতি সংঘ উন্নয়ন কার্যক্রম , চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম তিন বছর স্থায়ী হবে । এ কার্যক্রম ২০০৮ সালের পেইচিং অলিম্পিক ও ২০১০ সালের শাংহাই বিশ্ব মেলার সহায়তায় বেতার , টিভি , খবরের কাগজ ও ইন্টারনেটের মাধ্যমে চীনের প্রাকৃতিক পরিবেশের জন্যে বায়ুদূষণ ও আবহাওয়ার পরিবর্তনের আনীত চ্যালেঞ্জ প্রচার করবে । পাশাপাশি সমাজের বিভিন্ন মহলের জনগণের পরিবেশগত সচেতনতা বাড়ানোর জন্যে নানা ধরণের কর্মসূচী নেয়া হবে ।
জানা গেছে , চীনের পরিবেশগত সচেতনতা কর্মসূচীর জন্যে আনুমাণিক ব্যয় হবে ৩৫ লাখ মার্কিন ডলার ।
|