১৭ ডিসেম্বর পর্যন্ত উত্তর চীনের থিয়েনচিন নৌবন্দরের মাধ্যমে মালামাল আদানপ্রদানের পরিমাণ ২৫ কোটি টনে দাঁড়িয়েছে ।
সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে , এ বছরে থিয়েনচিন নৌবন্দরের মাল আদানপ্রদানেরপরিমাণ মোট২৫.৫ কোটি টন হবে । এটা গত বছরের চেয়ে এক কোটিটন বেশি ।
থিয়েনচিন বন্দর ইতোমধ্যে কন্টেইনার , অশোধিত তেল ও তেলজাতদ্রব্য, খনি, আকরিক ও কয়লাকে স্তম্ভ শিল্প এবং রোল ইস্পাত ও খাদ্যশস্যকে প্রধান শিল্প হিসেবে গ্রহণ করেছে । থিয়েনচিন চীনের পোহাই পরিবেশিত অঞ্চলের বৃহত্তম বহুমুখী নৌবন্দর । থিয়েনচিন বন্দর বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ৪০০টি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে ।
|