১৮ ডিসেম্বর নেপালের পত্রিকার খবর থেকে জানা গেছে , নেপাল সরকার নতুন জাতীয় প্রতীক ব্যবহারের অনুমোদন দিয়েছে । এই নতুন জাতীয় প্রতীকেঐক্য , সহিষ্ণুতা ও পুরুষ -নারীর সমতার নিদর্শন তুলে ধরা হয়েছে ।
নেপালের নতুন জাতীয় প্রতীক গোল , প্রতীকের মাঝখানে পৃথিবীর সর্বোচ্চ চুড়া--চুমালাংমা শৃঙ্গ, শৃঙ্গের উপরে নেপালের জাতীয় পতাকা উড়ছে । শৃঙ্গের নীচে সমতল ভূমি ও পাহাড় । প্রতীকের উপরের অংশে নেপালের মানচিত্র এবং পুরুষ ও নারীর করমর্দনের চিত্র । প্রতীকের দুই পাশে নেপালের জাতীয় ফুল ও ধানের শীষ । প্রতীকের নীচে লাল ফিতায় লেখা রয়েছে : জননী ও মাতৃভূমির স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
নতুন প্রতীক সংগ্রহের জন্য ১৪ জুলাই ছয় সদস্যের একটি কমিটি প্রতিষ্ঠা হয় । এই কমিটি জাতীয় প্রতীকের ডিজাইণ সংগ্রহ করে পর্যালোচনার জন্য নেপালের মন্ত্রীপরিষদে দাখিল করে । ১৪ ডিসেম্বর মন্ত্রীপরিষদের অধিবেশনে নতুন ডিজাইন গৃহিত হয় । নতুন প্রতীক নেপালের তিনজন শিল্পী ডিজাইন করেছেন । ৩০ ডিসেম্বর নেপালের সৈন্যরা নতুন জাতীয় প্রতীকসম্পন্ন নতুন ইউনিফর্ম পরবে ।
|