চীনের সি আন উপগ্রহ নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্যোগে উদ্ভাবিত দুটি মহাশূন্যযানের নিয়ন্ত্রণ প্রযুক্তি সম্প্রতি চীনের মহাশূন্যযান ক্ষেত্রের বিশেষজ্ঞ দলের পরীক্ষায় পাস করেছে। তাতে প্রমানিত হয়েছে যে, চীনের মহাশূন্যযান নিয়ন্ত্রণ ব্যবস্থার ট্রাক নির্ধারণের ক্ষমতা এখন পৃথিবীর সীমা পার হয়ে চাঁদে পৌঁছেছে। জানা গেছে, এই দুটি গবেষণার ভিত্তিতে নির্মিত চাঁদকে ঘিরে ট্র্যাকের নির্ধারিত পদ্ধতি ও সফ্টঅয়ার ব্যবস্থার নির্ভুলতা আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছেছে।
উপগ্রহ ট্রাকের নির্ধারণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি হলো মহাশূন্যযান নিয়ন্ত্রণের একটি চাবিকাঠি প্রযুক্তি। তা একটি দেশের মহাশূন্যযান নিয়ন্ত্রণের মান তত্ত্বাবধানের একটি গুরুত্বপূর্ণ তথ্য।
|